
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর ১১ টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজনে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর)আদিব ইসলামের সঞ্চলরায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুর রায়হান সিনিঃ সহঃ পুলিশ সুপার(ট্রাফিক),সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি প্রফেসর প্রবীর কুমার গাঙ্গুলী,সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব আব্দুল হাই,অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল খন্দকার আশফাকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকের এএসপি নাজমুর রায়হান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া,জেলা কৃষক লীগের সভাপতি মো মহাসিন মাখন,এডভোকেট আশেদ উদ্দিন চৌধুরী,এডভোকেট অজয় চক্রবতী,এডভোকেট আব্দুল মতিন পিপি প্রমুখ।
অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাননীয় আইজিপি কর্তৃক পদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট জেলা পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা ও একজন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যের মধ্যে প্রদান করা হয়।
এছাড়াও জেলার গজারিয়া,সদর,টঙ্গীবাড়ী,লৌহজং,শ্রীনগর ও সিরাজদিখান থানায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: