
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা :
“মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই শ্লোগানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে সিরাজদিখানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ এলাকা থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা সাব-রেজিস্টার রজ্জব আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা সোয়াইব হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #
হামিদুল ইসলাম লিংকন
মোবাইল-০১৭১৫৫২১১৫৪
আপনার মূল্যবান মতামত দিন: