
মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইঁদুর মারার বিষ খেয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে ও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৩ শিশু।
রবিবার ১ নভেম্বর দুপুর ১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী সামছুউদ্দিন (৫০) ভাঙ্গারী মালামাল ক্রয় করে নিজ বাড়ীতে রেখে অন্যত্র গেলে তার ভাঙ্গারীর সাথে থাকা ইঁদুরের বিষকে আচার মনে করে ফুরশাইল গ্রামের মো.রিয়াজ হোসেনের ছেলে সাব্বির (৩) এবং তার ভাই রাব্বি (৬) একই গ্রামের চান্দু মিয়ার ছেলে সিফাত (৫), ইমন হোসেনের ছেলে কাউছার (৫) এই ৪ জন ভাগ করে খেয়ে ফেলে ।
এতে ৪ জনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ।
অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠালে পথি মধ্যে সাব্বির মারা যায়। বাকী ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় ।
নিহতের নানা আজাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমার নাতী সাব্বির মারা গেছে । বাকী ৩ জনের অবস্থা ভালো না । তারা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান,আমাদের এখানে নিয়ে আসছিল । অবস্থা ভালো না বিধায় আমি ঢাকায় পাঠিয়েছি ।
মালখানগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, ভাঙ্গারী ব্যবসায়ী সামছুদ্দিনসহ তারা সবাই ফুরশাইল গ্রামের মোতালেব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া । তাদের বাড়ী বিভিন্ন জেলায়।
বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল হক,উপ-পরিদর্শক মো.যুবায়ের হোসেন।
এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের সাথে কথা বলে তথ্যাদি নিয়েছি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এঘটনায় সন্ধ্য্য ভাঙ্গারী ব্যবসায়ী সামছুউদ্দিন (৫০)কে আটক করেছে পুলিশ ।
আপনার মূল্যবান মতামত দিন: