ঢাকা | শনিবার, ৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০ ০১:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০ ০১:৩৭

 

ঢাকা, ২১ নভেম্বর, ২০২০ : সারাদেশে আজ রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,খুলনা,বরিশাল,রাজশাহী,ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আববহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে,সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৮ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: