ঢাকা | শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঐক্যবদ্ধ হবার দিন-এডভোকেট মৃণাল কান্তি দাস ।

ahsanul islam | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১ ০৭:০৯

ahsanul islam
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১ ০৭:০৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তন দিবস। মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত আলোকজ্জল পথে এগিয়ে যাবার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বাধীনতা সংগ্রামের চেতনায় সমৃদ্ধ বিনির্মাণের অঙ্গীকার ঐক্যবদ্ধ হবার দিন।

গতকাল রোববার বিকেলে মুন্সীগঞ্জ সুপার মার্কেট কৃষিব্যাংক চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল- মাহমুদ বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেল কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা আওয়ামী লীগের  সদস্য বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গোলাম মাওলা তপন , জেলা পরিষদ সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, আরিফুর রহমান, মোর্শেদ বেগম লিপি , জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান রিপন।

কমিশনার মকবুল হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান দর্পন, ফরহাদ হোসেন আবির, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টার,ভবেরচর ইউপি চেয়ারম্যান শাহিদা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আই,এইচ শান্তনুর প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , আনন্দ শোভাযাত্রা ,আলোচনা সভ্‌, দোয়া মাহফিল,শীতবস্ত্র বিতরণ সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: