ঢাকা | শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রাণীশংকৈলে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Biplob | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১ ০০:০৮

Biplob
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১ ০০:০৮

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ ইব্রাহীম ফজর আলী( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ফজর আলী উপজেলার উপজেলার কলিগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কলিগাঁও গ্রামের একটি পুকুর সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলীকে হাতেনাতে গ্রেফতার করে ।

এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আসামীকে ২ এপ্রিল শুক্রবার জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: