
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। এরপর তাৎক্ষণিক প্রতিক্রয়ায় তিনি জানিয়েছেন, ‘এটি আমার জন্য অনেক সম্মানের। এই কমিটি তাদের কার্যনির্বাহী সদস্য পদে আমাকে নিয়েছে। একটি চমৎকার প্যানেলের সঙ্গে শপথ নিলাম।’
বুধবার শিল্পী সমিতির স্টাডি রুমে নায়ক রিয়াজকে শপথ বাক্য পড়ান শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাইমন সাদিক, শাহনূর, অঞ্জনা, জেসমিন, অমিত হাসান, এমনকি নিপুণও। শপথের পর ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত রেখে সালাম করেন রিয়াজ।
শপথ গ্রহণের পর এই নায়ক বলেন, ‘সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরো ভালো হলো। কাজ করাটা আরো সহজ হবে। এই কমিটির সদস্যরা দারুণ। তাই আনন্দ ও গর্বের সঙ্গে শপথ নিয়েছি।’
গত ২০ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেন চিত্রনায়িকা রোজিনা। এবারের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো তিনি এই পদে জিতেছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে। রোজিনা পদত্যাগ করায় শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সেই পদেই বসানো হলো রিয়াজকে।
রোজিনা যে পদত্যাগপত্রটি শিল্পী সমিতিতে পাঠিয়েছিলেন, সেটি গৃহিত হয় গত ২৬ মার্চ। এদিন বিকেলে এক জরুরি বৈঠকে রোজিনার সেই পদে রিয়াজকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় অভিনেতা বলেছিলেন, ‘যারা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ।’
রিয়াজ এর আগে ২ মেয়াদে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করে সহ-সভাপতি পদে জিতেছিলেন। একই পদে এবার তিনি নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে। কিন্তু হেরে যান। অবশেষে কার্যনির্বাহী পদে শপথ নিলেন রিয়াজ। তাকে পেয়ে খুশি নতুন কমিটির সবাই।
আপনার মূল্যবান মতামত দিন: