ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে

মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের কে হুশিয়ারী দিয়ে বলেন

odhikarpatra | প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৮:২০

odhikarpatra
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৮:২০

 

রোববার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলে খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার কেই নিতে হবে। 

 তিনি বলেন, ‘আজ বেগম খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না, টেনে-হিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে।’

এসময় মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন।

তিনি বলেন, ‘(খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে) আমরা বারবার অনুরোধ করেছি, আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি; এখন সোজা কথা বলতে চাই। গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন সরকার কোনো দায় নেবে না, সরকারকেই দায় নিতে হবে।’

খালেদা জিয়াকে ‘রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই আটক করে রাখা হয়েছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বুঝতে হবে কেন তাকে (খালেদা জিয়া) আটক করে রাখা হয়েছে। তিনি হচ্ছেন এ ফ্যাসিবাদী সরকারের, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়। দেশনেত্রী যদি বেরিয়ে আসে, তিনি যদি রাস্তায় নামেন, তিনি যদি মানুষকে ডাক দেন; সেই ডাকে হ্যামিলনের বংশীবাদকের মতো সবাই বেরিয়ে আসবে রাস্তায়, এটা অতীতের কথা। এজন্যই তাকে আটকে রাখা হয়েছে।’

সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এদেশের মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন, দেশের মানুষকে লুটে নেওয়ার জন্য আপনাদের সমস্ত কর্মকাণ্ড তৈরি করছেন। বাজেট করেছেন দ্রব্যমূল্য কমানোর তো কোনো ব্যবস্থাই করেননি, আরও একে কীভাবে বাড়ানো যায় তার ব্যবস্থা করেছেন। বরাদ্দ দিয়েছেন মেগা প্রজেক্টগুলোতে। আর শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কোনো বরাদ্দ বৃদ্ধি পায়নি।’

সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘এখনও সময় আছে, এখনও বাঁচতে পারবেন, এখনও কিছুটা রক্ষা পেতে পারেন; এরপরে আর পালানোর সময় পাবেন না। যে দুর্বার গণআন্দোলন শুরু হবে, এই গণআন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে, আমরা দেশ ও নেত্রীকে মুক্ত করব। আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনব এবং সত্যিকার অর্থে জনগণের কল্যাণে জন্য একটি সরকার গঠন করব।’

সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বাতিল করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নতুন করে নির্বাচন দিয়ে জনগণের পছন্দের ব্যক্তি নির্বাচিত করে পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন। এর বাইরে বাংলাদেশের মানুষ কোনো কিছু মেনে নিতে প্রস্তুত নয়, মানবে না।’

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: