ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে আলোচিত শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

odhikarpatra | প্রকাশিত: ১৯ জুন ২০২২ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৯ জুন ২০২২ ২৩:৪১

 

মুন্সিগঞ্জ  প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচিত শাহিন হত্যা মামলার  গ্রেফতারি পরোয়ানাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল চকিদার (৩৪)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শুক্রবার ( ১৭জুন) রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের ওসমান চকিদারের ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীনগর  থানার  উপ-পরিদর্শক (এএসআই) আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সোহেল চকিদারকে গ্রেফতার করে। ১৭(৩)১৪নং মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সে ৮ বছর পলাতক থাকার পর গতকাল তাকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দীর্ঘ পলাতিক থাকার পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে করা হয়। আসামিকে আজ শনিবার  দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: