odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিলেন আপিল বিভাগ 

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২২ ০১:২৬

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২২ ০১:২৬

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।
আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদন্ড দেন বিচারক আদালত।
ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্ট রায়ের বিষয়ে আনা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্ট রায় বাতিল করে মৃত্যুদন্ড থেকে দুজনকে খালাস ও একজনকে বিচারিক আদালতের রায় সংশোধন করে যাবজ্জীবনের রায় দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: