
সৌদি বাদশাহ সালমান বুধবার ক্রাউন প্রিন্স হিসেবে তার পুত্র মোহাম্মাদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন। এর মধ্যদিয়ে আগের যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের (৫৭) কাছ থেকে ক্রমান্বয়ে ক্ষমতা অপসারণের কাজ শেষ হল। খবর এএফপি’র।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা পরিবেশিত রাজকীয় এক ফরমানে উপ-প্রধানমন্ত্রী হিসেবেও মোহাম্মাদ বিন সালমানের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করবেন।
ফরমানে বলা হয়, মোহাম্মাদ বিন নায়েফকে তার স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
৮১ বছর বয়সী সালমান সিংহাসনে বসার দুই বছর পর মোহাম্মাদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা দিলেন। এর ফলে মোহাম্মাদ বিন সালমান এখন থেকে সিংহাসনের উত্তরসূরি বিবেচিত হবেন।
আপনার মূল্যবান মতামত দিন: