ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন মামুন-সিআইডি

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৪:১০

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৪:১০

বগুড়ার গাবতলী উপজেলায় ঈদুল আজহার ছুটিতে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় যুবকরা। এ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন মো. মামুন (২২) নামে এক যুবক। 

এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. আ. মোতালেব ওরফে খোকন (৩২)।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

মুক্তা ধর বলেন, ঈদ উপলক্ষে স্থানীয় যুব সংঘের উদ্যোগে গত ১৬ জুলাই বিকেল স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গ্রামের যুবকরা দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। আসামি মো. খোকন ও নিহত মো. মামুনের মামাতো ভাই মো. নাহিদ একই দলের খেলোয়াড় ছিলেন। তাদের টিম ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় খেলা শেষ হওয়ার প্রায় ১ মিনিট আগে ফাউল থেকে একটা পেনাল্টি পায়। পেনাল্টি শট কে নেবে তা নিয়ে নাহিদ ও খোকনের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে নাহিদকে মারধর করেন খোকন। এ সময় মামুন তার মামাতো ভাইকে মারধরের প্রতিবাদ করেন। পরবর্তীতে সবার প্রচেষ্টায় বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

তিনি বলেন, এরপর পিন্টু মিয়ার দোকানে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে মো. মামুন প্রতিপক্ষ মোতালেব ওরফে খোকনের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন। এরপর তাকে রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে অভিযুক্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই রাতে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, তদন্তে সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে মো. আ. মোতালেব ওরফে খোকনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে খোকনকে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: