
তৃতীয় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২১ জুলাই ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমিসহ গৃহ হস্তান্তরের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯ টি পরিবারকে ঘর হস্তান্তর করেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ঘর হস্তান্তর করা হয় ৷ এদিকে তারই ধারবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় ভুমিহীন ও গৃহহীন ৬টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,থানার ওসি হারুন অর রশিদ, আ'লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,চৌহালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন,প্রকৌশলী সাখাওয়াত হোসেন , সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, মুক্তিযোদ্বা ,সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন ৷
আপনার মূল্যবান মতামত দিন: