ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

অকালেই চলে গেলেন মিয়া ভাই

odhikarpatra | প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ১২:৩২

odhikarpatra
প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ১২:৩২

মোঃ দেলোয়ার হোসেন মিয়া সবাই আদর করে ডাকে মিয়া ভাই বলে তাকে দেখতাম আওয়ামী লীগের দূর্রদিনে, লালবাগ থেকে আসতো মিছিল নিয়ে থাকতো মিছিলে র অগ্রভাগে। অত্যান্ত কর্মীবান্ধব ছিলেন মিয়া, ব্যাক্তিত্য বান এবং অভিমানী ছিলেন কিছুটা তাই বলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া বুঝতেন না কিছু। কিছুদিন আগে রাজধানীর একটা বেসরকারি হাসপাতালের আইসিইউ তে ভর্তি হয়েছে শুনে অবাক হয়েছি তরতাজা সুঠাম দেহি সদাহাস্যজ্বল মিয়া ভাই আইসিইউ তে?  আজকে ফেসবুকে দেখি তাঁকে নিয়ে তার গুনগ্রাহীদের ফেসবুক স্টাটাস খুব মর্মাহত হলাম মানুষের জিবীন কতটা অনিশ্চিত। আমার কাছে একজন ভালো মনের মানুষ ছিলেন দেলোয়ার হোসেন মিয়া ভাই। আল্লাহ তার পরিবার কে এ শোক সহিবার তৌফিক দান করুন এবং মরহুম মিয়া ভাই কে জান্নতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন। 



আপনার মূল্যবান মতামত দিন: