ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার ॥ গ্রেফতার ২৫

odhikarpatra | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৭:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৭:২৭

গাজীপুর জেলার বিভিন্ন  স্থানে পুলিশ অভিযান চালিয়ে  দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২৫ জনকে গ্রেফতার করেছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বৃহস্পতিবার রাতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে পিকআপভ্যান ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। এমন সংবাদ পেয়ে জিএমপির সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী প্রযুক্তির সহায়তায় পিকআপ ভ্যানটির অবস্থান শনাক্ত করে গাজীপুরের কালিয়াকৈর থানার ফুলপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। 
এ সময় মোহাম্মদ লিখন (২৭), মো. শরীফ (২২), মোহাম্মদ সিয়াম (১৯), মোহাম্মদ রুবাইয়াত আল মাহমুদ ওরফে রোজেলকে (১৯) গ্রেফতার করা হয়।
একই রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতরা হচ্ছে- সেলিম মিয়া (২১), রোহান ইসলাম (২৩), সিফাত ওরফে শিপু (২৩), আরিফুল ইসলাম আরিফ (২৩), বাবু মিয়া (২০) ও মো: শামীম (২১)। 
এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাকু, ১টি খেলনা পিস্তল ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া ওই রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ ৭৯পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 
এছাড়াও একই রাতে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: