
নিজস্ব প্রতিবেদক:
" শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ " শ্লোগানে খাদ্য বান্ধব কর্মসূচি এবং নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ বকুলতলায় খাদ্যবান্ধব কর্মসুচি ৩০ টাকা কেজি মূল্যের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চাল বিক্রয় কার্যক্রম চলাচ্ছে ডিলার মৃধা ট্রেডার্স, প্রো: আলম হোসেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চাল বিক্রি কার্যক্রমে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারিত করা হয়েছে। টিসিবি কার্ডধারী ১৫ দিন অন্তর ৫ কেজি করে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। সাধারন জনগণ সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার ৫দিন এই চাল বিক্রি কার্যক্রম চলবে।
আপনার মূল্যবান মতামত দিন: