
গাজিপুর জেলার টঙ্গীতে ন্যাশনাল টিউব রোড এলাকায় আজ সকাল ৯টার দিকে ডেসটেনির পরিত্যক্ত একটি গোডাউনে আগুন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে টঙ্গী পূর্ব থানার মিলগেইট ন্যাশনাল টিউব রোডে ডেসটেনির পরিত্যক্ত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন আরও বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ওে উত্তরা ফায়ার সার্ভিসের মোট পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: