
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন ভিটিকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমানের পৈত্রিক ও দখলিয় সম্পত্তিতে জোরপূর্বক প্রতিপক্ষ দখলের অভিযোগ পাওয়া গেছে।
বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান ও তার ভাই জসিম উদ্দিন জানান আমাদের পৈতৃক সূত্রে মালিক ও দখলীয় সম্পত্তিতে একই গ্রামের মোঃ আলী, শামসুন্নাহার তার ছেলে মহসীন, মোঃ সম্রাট মিয়া ও রহিমা বেগম সহ ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জোরপূর্বক ভাবে রাতের আধারে দখল করে নেয় । যা ভিটিকান্দি মৌজা স্থিত আরএস খতিয়ান ২২৬ আরএস দাগ ২৭০ ও ২২৮।
বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান আরও জানান আমাদের দখলীয় সম্পত্তি জোরপূর্বক ভাবে প্রতিপক্ষ দখল করে নেয়ার পর গজারিয়া থানা ও গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় অভিযোগ দেয়া হয়েছে । একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও আজও মিলেনি কোন সুফল ।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়া হবে ।
আপনার মূল্যবান মতামত দিন: