
মো.আহসানুল ইসলাম আমিন :
আগামী ১৭ অক্টোবর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজদিখান উপজেলার (১নং ওয়ার্ড) জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন সদস্য পদপ্রার্থীরা। প্রতিটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে প্রার্থীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বরে, হাটে-বাজারে এবং ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে প্রার্থীদের নিজ নিজ অবস্থান জানান দিয়ে যাচ্ছেন। জেলার ১নং ওয়ার্ড সিরাজদিখান উপজেলায় সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
তারা হলেন , মির্জা হায়দার মো. নেকবর (ঘুড়ি) , বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ বাচ্চু (হাতী), এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ (বৈদ্যুতিক পাখা), মাসুদ লস্কর (তালা), মো. মান্নান হাওলাদার (টিউবওয়েল), এস এম আলমগীর হোসেন (অটোরিকশা)।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১৪ টি ইউপির নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানসহ মোট ১৮৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এ নির্বাচনে ভোটাররা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় পছন্দসই প্রার্থীর ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ প্রায় সবাই। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আসন্ন নির্বাচনে সিরাজদিখান উপজেলার ১নং ওয়ার্ডের প্রার্থী তালিকায় যারা আছেন তাদের মধ্যে সকলেই যোগ্যতাসম্পন্ন বলে জানান তারা।
সিরাজদিখান উপজেলার (১নং ওয়ার্ড) ১৪ টি ইউনিয়নে সর্ব মোট ভোটার সংখ্যা ১৮৫টি। ১৪ ইউনিয়নে ১ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: