ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

২৪ ঘন্টায় ৭৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৫:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৫:৪৬

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৩ হাজার ২৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৭ হাজার ২৫৯ জন, ঢাকার বাইরে ৬ হাজার ২৩ জন। 
অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২০ হাজার ৫০৪  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৫ হাজার ২৯৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ২০৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: