ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

odhikarpatra | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ০৮:২৮

odhikarpatra
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ০৮:২৮

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলংকা-নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এদের মধ্যে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। 

আগামী ২৪ অক্টোবর সুপার টুয়েলভে গ্রুপ-২এ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। 
গত বিশ^কাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করায়, এবারের আসরে শেষ ১২এর লড়াইয়ে গ্রুপ-২এ আছে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মনুযায়ী প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র রানার্স-আপ ও গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হওয়া দল সুপার টুয়েলভে গ্রুপ-২এ খেলবে। 
এবার  প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র রানার্স-আপ হয়েছেন নেদারল্যান্ডস। আর গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুুয়ে। 
বাংলাদেশের মত গত বিশ^কাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপ-২এ আছে ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 
প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’র রানার্স হয়ে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলংকা ও আয়ারল্যান্ড। সুপার টুয়েলভে গ্রুপ-১এ খেলবে লংকান ও আইরিশরা। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-আফগানিস্তান ও নিউজিল্যান্ড। 
সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি :
২৪ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস, হোবার্ট, সকাল ১০টা
২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল ৯টা
৩০ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, ব্রিজবেন, সকাল ৯টা
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর ২টা
৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড, সকাল ১০টা



আপনার মূল্যবান মতামত দিন: