ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে এক দিনে ৪হাজার ৭ শত৫০টি ইঁদুর নিধন

odhikar patra | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০৩:১২

odhikar patra
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০৩:১২

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান- ২০২২ এর চলমান কার্যক্রমের ১দিনেই ৪হাজার ৭ শত৫০টি ইঁদুর নিধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ষোলঘরে আনুষ্ঠানিকভাবে ইঁদুর গুলো নিধন করা হয় ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, উপসহকারী কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমানে নির্দেশনায় বিভিন্ন শ্রেণির কৃষক, মুদি ব্যবসায়ী, রাইস মেইলের মালিকসহ ও অন্যান্য লোকজন মিলে ইঁদুর গুলো নিধন করে। এ কাজ চলমান আছে। পরে দুপুর সাড়ে ১২টায় ষোলঘর ইউনিয়ন পরিষদ পরিষদে ইঁদুর নিধন অভিযান- ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসা এস এম কামরুজ্জামান, উপসহারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইয়ানূছ বেপারী, মোঃ আশ্রাফ আলী, আঃ হালিম খান, আরিফুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মহিলা সদস্য ফরিদা আক্তার, ইয়াছমিন আক্তার, ফিরোজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: