
নিজস্ব প্রতিবেদক :
১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (৩১ অক্টোবর) গাজীপুর মহানগরীর বঙ্গতাজ মিলনায়তনে আয়োজিত গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, “মির্জা ফখরুল দাবি করেছেন ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে, আমার প্রশ্ন দেশের জনগণ কি খালেদা জিয়াকে নির্বাচিত করেছে? তারা কীভাবে সরকার গঠন করবে তা পরিষ্কার করুন।
এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: