ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
সিরাজদিখানে

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর আত্নহত্যা।

Md Ahsanul islam amin | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ২৩:০৯

Md Ahsanul islam amin
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ২৩:০৯

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ইরা আক্তার(২৪) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী  আত্নহত্যা করেছে । শুক্রবার রাত ৮ দিকে  উপজেলার শেখরনগর নগর ইউনিয়নের দক্ষিন সিংগারডাক এলাকায় এ ঘটনা ঘটে। ইরার স্বামী মো.হোসেন  একজন পুলিশ কনস্টেবল । বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন । 

পুলিশ ও স্থানীয়রা জানান,প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ইরা আক্তারের সাথে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে পুলিশ কনস্টেবল মো.হোসেনের সাথে বিয়ে হয় । অভাবের তাড়ানায় ইরা আক্তার  দাদন ব্যবসায়ী ও  এনজিও লোকের কাছে থেকে ঋণ নিয়েছিলেন  । ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ইরা আক্তার শুক্রবার রাত ৮ টার দিকে বাবার বসত ঘরের আড়ার সাথে  গলায় ওড়না পেচিয়ে  আত্নহত্যা করেন ।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিল । ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্নহত্যা করেছে । তবে তদন্ত করে আরো বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: