ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির সাংবাদিক সম্মেলন

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০৯:১৫

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০৯:১৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ডাকবাংলার হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সম্মেলনের প্রস্তুতি কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সাধারণ তাজুল ইসলাম পিন্টু, সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক জহিরুল হক নিশাত সিকদার, সদস্য সচিব হামিদুল্লাহ খান মুনস হ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

আগামী কাল ১৫ নভেম্বর মঙ্গলবার শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন, বাংলাদেশ আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। উদ্ধোধন করবেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস।



আপনার মূল্যবান মতামত দিন: