
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রবীন রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া’র মৃত্যুতে উপজেলায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শনিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বাদ যোহর নামজের পরে হিরনের খিলগাঁও ঈদগা ময়দানে অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া’র নামাজে জানাজা অনুষ্ঠিত। প্রবীণ এই রাজনীতিবিদকে শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করতে জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাজা নামাজের আগে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া’র মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমা আক্তার । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া ১৯৭০ সালে দোহার নবাবগঞ্জ কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন পরে তিনি ১৯৭৫ সালে উপজেলার ঐতিহ্যবাহী বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজে যোগদান করেন। তিনি ২০০৭ সাল পযর্ন্ত বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজে শিক্ষকতা করেন এবং দুইবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়ত্ব পালন করেন। তিনি উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া’র মৃত্যুতে শোক জানিয়েছেন বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজের অধ্যক্ষ সামছুল হক হাওলাদার সহ তার রাজনীতি সহকর্মী এবং ছাত্র-ছাত্রীরা।
এক শোক বার্তায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও অধিকারপত্র ডটকম এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, আমাদের প্রিয় স্যার প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া’র মৃত্যুতে সিরাজদিখানের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।তার মৃত্যুতে আমি একজন অভিভাবক হারালাম আর সিরাজদিখান উপজেলা বাসী হারালো গুণী মানুষ। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোক বার্তায় তিনি প্রবীন এই রাজনীতিবিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: