
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে (রসিক) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ‘দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নেত্রী শেখ হাসিনা নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: