ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
সিরাজদিখানে

মাদক সেবনরত অবস্থায় ব্রাজিলের সমর্থক সহ মাদক ব্যবসায়ী আটক

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০৫:৪২

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০৫:৪২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্রাজিলের জার্সি পরিহিত যুবক সহ গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করেছে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক দুইজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, আজ সোমবার (২৮ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টা'র দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের কুসুমপুর এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ জনকে ১ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।

পরে তাদের ৭ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, তাজপুর গ্রামের ইসমাইল সিকাদারের ছেলে ওয়াসিম সিকদার ও বড় শিকারপুর এলাকার মনা মিয়ার ছেলে টিপু সুলতান।



আপনার মূল্যবান মতামত দিন: