ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দিনাজপুর ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ 

odhikarpatra | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ ০৭:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ ০৭:৪৭

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলায় আজ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যানের চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার্স ইন-চার্জ আশ্রাফুল ইসলাম জানান, নিহত তিনজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। 
ময়না তদন্ত শেষে আজ রোববার বিকেল সাড়ে চারটায় নিহতদের লাশ তাদের পরিবারের কিাছে হস্তান্তর করা হয়েছে। 
তিনি জানান, আজ রোববার সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ভিমলপুরস্থ মির্জা অটো রাইস মিলের সামনে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 
দুঘটায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর পুত্র পিকআপ চালক ওলিউল্লাহ (২৫), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের পুত্র পিকআপের হেলপার আজিজুর রহমান নিশান (২২) এবং অপর নিহত ব্যক্তি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়ার মো. নুরুল ইসলামের পুত্র এবং মোত্তাসিম বিল্লাহ (৩০)।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের পরিদর্শক পান্না হাবিব জানান, সকাল ১০টায় টমোটো পরিবহণকারী একটি ছোট পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৪৪৭৪) দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের রাজারামপুর মির্জা অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সাথে ছোট পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। পিক-আপটি দুমড়ে মুচড়ে যায়। ফলে পিক-আপের চালক, হেলপার ও একজন যাত্রীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। দুঘটনার পর যাত্রীবাহী শ্যামলী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
ওসি আশ্রাফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহসহ দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। যাত্রীবাহী শ্যামলী বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আজ দুপুর আড়াই টায় দিনাজপুর শ্যামলী বাসের ডিপোতে গিয়ে বাস শনাক্তের জন্য চেষ্টা করা হয়েছে। বিকেল চারটায় শ্যামলী বাসটি সম্মুখের অংশ ক্ষতিগ্রস্ত দেখে দিনাজপুর শহরের কালিতলা একটি পেট্রোল পাম্প থেকে আটক করা হয়েছে। বাসের চালক হেলপার ও সুপার ভাইজার পালাতক রয়েছে। 
বাসের স্টাফদের আসামী করে ফুলবাড়ী থানায় বিকেলে একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: