ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৭:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৭:১৫

কুষ্টিয়ায় আজ কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 
জানাগেছে,আজ সকাল ১০টার দিকে ভেড়ামারা-আল্লাহ’র দরগা সড়কের বাকাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর  ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার  ছেলে মজনু আলী (৫৫)। 
এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুনসহ (৪৫) দু’জন গুরুতর আহত হয়েছেন।  তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। 
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: