odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

জিদান–জাদুতে সুপার কাপও

gazi anwar | প্রকাশিত: ১০ August ২০১৭ ০৯:৫৪

gazi anwar
প্রকাশিত: ১০ August ২০১৭ ০৯:৫৪

আরেকটা ট্রফি! গত কিছুদিনে রিয়াল মাদ্রিদ এমন শিরোপা উদ্‌যাপন বেশ কয়েকবারই করেছে। রামোস-মডরিচ-বেলদের এই উদ্‌যাপন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ের পর। পরশু মেসিডোনিয়ার স্কোপিয়েতে l এএফপি


৫৮২ দিন। ৮৮ ম্যাচ। ৬ ট্রফি!

অন্য কোচদের জন্য রীতিমতো ঈর্ষায় জ্বালিয়ে-পুড়িয়ে মারার মতো পরিসংখ্যান! পরিসংখ্যানটা জিনেদিন জিদানের। 

গত বছরের জানুয়ারিতে যখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে এলেন, তাঁকে ঘিরে অনেক উচ্চাশার সমান্তরালে কিছু সংশয়ও ছিল। কী করতে পারবেন জিদান? আদৌ পারবেন চাপটা সামলাতে? তাঁর খেলোয়াড়ি জীবনের স্মৃতিগুলোয় আবার না কালিমা পড়ে কোচিংয়ে এসে! সব শঙ্কার উত্তর ওপরের পরিসংখ্যান। ২০ মাস এখনো পুরো হয়নি, এরই মধ্যে সম্ভাব্য ৮টি ট্রফির ৬টিই জিতেছেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি।



আপনার মূল্যবান মতামত দিন: