ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
অল্পের জন্যে হেরে গোলো হিরো আলাম

বগুড়ার ৪ ও ৬ আসনে উপ-নির্বাচন ॥ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।। ফলাফল প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৭

twitter sharing button

বগুড়া, ১  ফেব্রুয়ারি, ২০২৩ : বগুড়ার ৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

বুধবার সকাল  সাড়ে ৮ টা  থেকে  দুটি আসনে  ভোট গ্রহণ  শুরু হয়। এরপর বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। 
বগুড়া- ৬ আসনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের  নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। 
সকাল থেকেই ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে আসেন। বগুড়া ৬ আসনের পিটিআই সেন্টারের এক নারী ভোটার  জোবাইদা আখাতার জানান, ভোট প্রদান করা একজন নাগরিকের অধিকার। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
বগুড়া শহরের জিলা স্কুল সেন্টারে দুপুরে দিকে ভোট দিতে আসা এক নারী ভোটার সেবিকা রানী দাস বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত  হয়েছে। তারা নির্বিঘেœ ভোট দিতে পেরেছেন। কিছু কিছু সেন্টারে দুপুরের দিকে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। 
বগুড়া ৪ -আসনেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ ১১ জন এবং বগুড়া-৪ আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হেরে গেছেন। এই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বগুড়া-৪ আসনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২।



আপনার মূল্যবান মতামত দিন: