
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বাহেরকুচি এলাকার অভিজাত রিসোর্ট ঢালী আম্বার নিবাস এর বিরুদ্ধে অন্যের জমি জোর করে দখলে রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কতিপয় ভুক্তভোগী। আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ঢালী আম্বার নিবাস রিসোর্টের সামনের স্থানীয় রিপন শেখের রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন কতিপয় ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, উপজেলার বাহেরকুচি ও মালপদিয়া মৌজার তাদের ১৫ শতাংশ জমি জোড় করে দখল করে রেখেছেন রিসোর্টের মালিক নজরুল ইসলাম ঢালী। সংবাদ সম্মেলনে বক্তরা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া ও বাহেরকুচি মৌজার মানিক মিয়া, আলমগীর, মো.ফিরোজ, মো. সুলতান, মর্জিনা বেগম, বিল্লাল শেখ, সায়েরা বেগম, আ. রহমান শেখ, সায়েদ শেখ গংদের জমি জোড় করে দখল করে রাখার অভিযোগ করেন।
বক্তরা বলেন, আমাদের বাপ দাদার জমি জোর করে দখল করে রাখছে ঢালী আম্বার নিবাসের মালিক নজরুল ঢালী। আমাদের জমি দখল করে বাউন্ডারী নির্মাণ করার সময় আমরা বাধা দিছি। কিন্তু অনার আগের ম্যানেজ্যার আক্তার হোসেন প্রথমে আমাদের হুমকি ধামকি দিয়েছেন। পরে নজরুল ইসলাম ঢালীর সাথে মিল করে আমাদের টাকা পয়সা নিয়ে দিবে আশ্বাস দিয়েও আমাদের সাথে মিল করে দেয়নি। আমরা দিনের পর দিন ঢালীর সাথে কথা বলতে তার রিসোর্টের ভিতরে যাই। কিন্তু সে আমাদের সাথে দেখাই করছেনা। কখনো কখনো আমাদের রিসোর্টের পাহাড়াদার দিয়ে তাড়িয়ে দেয় ভিতরে ঢোকতে দেয়না।
ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমাদের জমিতে যখন ১ বছর আগে বাউন্ডারী দেয়াল দেয় তখন আমরা বাধা দেই। পরে সে সময়ের ম্যানেজার আক্তার হোসেন আমাদের নজরুল ঢালীর সাথে মিল করে দিবে বলে অফিসে বসাইয়া রাখে । পরে আর নজরুল ঢালী আমাদের সাথে দেখা করেনি। আমরা আমাদের জমি ফেরত চাই। মর্জিনা বেগম বলেন, আমরা ওইখানে জমি পাই । আমাদের জমিতে বাউন্ডারী নির্মানের সময় আমরা বাধা দিলে ম্যানেজার আক্তার আমাদের ভয় ভীতি দেখাইয়া তাড়াইয়া দেয়। আমাকে নজরুল ঢালীর সাথে দেখা করানের কথা বলে ম্যনেজার আমাদের দেখা করায় নাই। আমরা দেখা করতে গেলে বলে নজরুল ঢালী ঘুমাইয়া রইছে, কখনো বলে ঢাকা চলে গেছে, কখনো আমাদের রিসোর্টের ভিতরে ঢুকতে দেয়না। সায়েদ শেখ বলেন, আমাদের জায়গা দখল করে সে রিসোর্টের ময়লা ফেলানোর জন্য ময়লার ডাস্টবিন বানাইছে। আমরা বাধা দিতে গেলে আমাদের ভয় ভীতি দেখাইয়া সে তাড়াইয়া দেয়। আমরা আমাদের সম্পত্তি ফেরত চাই।
স্থানীয় মাহমুদা বেগম বলেন, আমার বাবার জমি সে কার থেকে কিনছে আমাদের জানানেই। এখানে আমাদের অংশ আছে আমাদের অংশ অন্যেরা বেচঁছে অভিযোগে ফেরত দিচ্ছেনা। আমরা আমাদের জমি ফেরত চাই।
এ ব্যাপারে ঢালী আম্বাস নিবাস রিসোর্টের মালিক নজরুল ইসলাম ঢালী বলেন, আমি কারো জমি জোড় করে দখল করে রাখিনি। এমন কোন ইতিহাস আমার বিরুদ্ধে নাই। আপনি যাদের জমি দখল করে রাখার কথা বললেন তাদের আমি চিনিও না।
আপনার মূল্যবান মতামত দিন: