
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাইয়ের ভাই হাজী আব্দুর রাজ্জাক (বাচ্চু মিয়া) গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৪৫ মিটিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহি... ........ রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৪ বছর। তিনি ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
হাজী আব্দুর রাজ্জাক বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার ২২ ফেব্রুয়ারি যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো দেলোয়ার হোসেন শাহাজাদা স্বাক্ষরিত এক শোক বার্তায় এ কথা জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: