
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশে যোগদান করেছে বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও বগুড়া জেলা জাসদ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়াদিয়ে তারা যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি। বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুর রহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক খালেদা জাহান, শ্রম কর্মকর্তা মাকছুদা খাতুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সহ সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ পশারী ববি, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল হক, জেলা যুবজোটের সভাপতি ওবায়দুল হক, হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহুরুল ইসলাম প্রমূখ।।
আপনার মূল্যবান মতামত দিন: