odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন

odhikarpatra | প্রকাশিত: ১ March ২০২৩ ০৩:২৭

odhikarpatra
প্রকাশিত: ১ March ২০২৩ ০৩:২৭

 প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর। দিনাজপুরের বিরামপুরে ঐতিয্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল। এসময় স্কুলের উপস্থিত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শমসের আলী মন্ডল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা পরিদর্শনের অংশ হিসেবে বিরামপুরে পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং পাঠদানের কার্যক্রম অব্যাহত রাখবেন। এসময় একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, সহকারি প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন মন্ডল, ট্রেড ইন্সটাক্টর কামরুজ্জামান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।০০০০০০



আপনার মূল্যবান মতামত দিন: