
নিজস্ব প্রতিবেদক:
“কর্তব্যের তরে, করে গেলে যাঁরা আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এই স্লোগানে মুন্সিগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান বুধবার (১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। সেখানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনসহ দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের কনস্টেবল শহীদ বোরহান উদ্দিন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোনো দায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদবুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্বিত। তাঁদের কাছে আমরা চির ঋণী।
এসময় সভাপতি নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে আলোচনা করেন পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি আমিনা রহমান মুন্নী, পুলিশ সুপার (পিবিআই) মোঃ আনোয়ারুল হক, পুলিশ সুপার (সিআইডি) মনিরুল ইসলাম, নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মীনা মাহমুদা, সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক সহ পুলিশ পরিবারের সদস্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আদিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, ডিআইও-১ মোহাম্মদ হেলাল উদ্দিন, ডিবি ওসি আবুল কালাম আজাদ পিপিএম সহ বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ ও শহীদ পুলিশ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় নিহত ২১ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: