
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।তবে এখনো এ মূল্যহ্রাসের কোনো সুফল পাচ্ছেন না খুলনার ভোক্তারা। খুলনা নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো পুরোনো দামেই সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার খুলনার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস সিলিন্ডারের দাম কোম্পানিভেদে পার্থক্য আছে। ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে, ভোক্তাদের কাছেও বেশি দাম নিতে হচ্ছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা। আবার অনেক বিক্রেতা বলেছেন, গ্যাসের দাম কমানোর কথা তাঁরা জানেন না।নগরের মিস্ত্রিপাড়া বাজার এলাকার গ্যাস বিক্রেতা মো. রাসেল বলেন, ‘আমরা বেশি দামেই গ্যাস কিনি। গতকাল গ্যাসের দাম ৭৬ টাকা কমেছে, তবে দেড় হাজার টাকার নিচে খুলনায় কোথাও গ্যাস বিক্রি হচ্ছে না, হবেও না।’ এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা তো সেটাই বলে। এটাই সব সময় হয়ে আসছে। সরকারের নির্ধারণ করা দামের চেয়ে কোম্পানির দাম বেশি থাকে। তাই খুচরা বাজারেও দাম বেড়ে যায়।’
শহরের বি কে মেইন রোডের পাইকারি দোকান মেসার্স জুয়েল ট্রেডার্সের মালিক মো. নূর আলম বলেন, খুলনায় কয়েক সপ্তাহ আগে আরও বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছিল। তবে এখন সেটা কমে গেছে। এখন ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৫৫০ টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে। তবে গতকাল যে দামটা কমেছে, সেটা এখনো খুলনায় কার্যকর হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: