ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে বিএনপির নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

odhikarpatra | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ১৪:২৬

odhikarpatra
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ১৪:২৬

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা-জৈনসার সড়কের পাশের ২টি আমগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দীন শেখের বিরুদ্ধে এই গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে । ঘটনাটি ঘটেছে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী মুজাহিদ পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে জানাযায়, শুক্রবার দুপুরে মসজিদ সংলগ্ন একটি বিরোধপূর্ণ পুকুর ভরাটের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন শেখ দুইটি আম গাছ কেটে বিক্রি করেন। সড়কের পাশে সরকারি আমগাছ কাটার খবর পেয়ে সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ গিয়ে বাধা প্রদান করেন।

৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোয়াজ্জেম ঢালী বলেন, এলাকাবাসী আমাকে জানায় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন শেখ রাস্তার পাশের দুইটি আম গাছ কেটে বিক্রি করে দিয়েছে। গাছ গুলোতে আমের মুকুল এসেছে। আমি বিষয়টি আমাদের চেয়ারম্যান মহোদয় ও ইউনিয়ন ভূমি অফিসে জানাই। চেয়ারম্যান মহোদয়ের সেখানে দুজন গ্রাম পুলিশ পাঠায় এবং সাথে আমি যাই। গ্রাম পুলিশ গাছ কাটা শ্রমিকদের বলে যায় গাছ গুলো না সরানোর জন্য। এছাড়া গাছ গুলো ২শ ৩০টাকা মণ দরে নুরইসলাম নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করেছে বলে যানান তারা।

জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, সরকারি সড়কের গাছ কাটার খবর পেয়ে সেখানে গ্রাম পুলিশ ও মেম্বারকে পাঠিয়ে বাধা প্রদান করেছি। তবে নাজিম উদ্দীন শেখর পরিবার সুযোগ পেলেই সড়কের গাছ কাটে। এর আগে তার ভাই একাধিকবার সড়কের গাছ কাটার দায়ে মামলাও খেয়েছে।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন শেখ বলেন, পুকুরটি ভড়াট করে এখানে মাদরাসা বানাব তাই বালু ভড়াট করার জন্য গাছ দুইটি কাটা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর বলেন, গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ বিষয়ে মাওলা করার জন্য বলেছি।

 



আপনার মূল্যবান মতামত দিন: