
গাজীপুরের টঙ্গীতে বেশ কয়েকটি সক্রিয় কিশোর গ্যাং গ্রুপের মধ্যে আলোচিত কিশোর গ্যাং গ্রুপ ডি কোম্পানি। গ্যাং গ্রুপটির প্রধান সজীব চৌধুরী পাপ্পু (৩০) ওরফে লন্ডন পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার বড় ভাই রাজিব চৌধুরী বাপ্পীকে গ্রেফতার করে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় দীর্ঘদিন যাবত ডি কোম্পানি নামে একটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে ২০১৬ সালে সজীব চৌধুরী পাপ্পু ও তার ভাই রাজিব চৌধুরী বাপ্পী মিলে গড়ে তোলেন ডি কোম্পানি। এই গ্রুপে প্রায় ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে, যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার, দখল-বাণিজ্য, মাদক কারবার ও মানুষকে নানাভাবে হয়রানির সঙ্গে জড়িত। রাজনৈতিক কর্মসূচিতেও এই কিশোর গ্যাংকে ব্যবহার করা হতো।
পুলিশ জানায়, সজীব চৌধুরী পাপ্পুর বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা, ডাকাতি ও মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে সাজা ভোগ করেন এবং কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে।টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পাপ্পুর বিরুদ্ধে কিশোর গ্যাং গ্রুপ পরিচালনাসহ নানা অভিযোগে মামলা রয়েছে। একটি গ্রেফতারি পরোয়ানায় পাপ্পুকে গ্রেফতার শেষে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় আদালত পাপ্পুকে আট মাসের সাজা দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: