
আরিফ হোসেন হারিছ:
"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার ৮ মার্চ বেলা ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে “প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি, নারী- -পুরুষের সমতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি”এ শ্লোগানে এডাব মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে র্যালী বের করেন।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও নারী উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা যারিন তাসনিম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: