
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আজ বৃহস্পতিবার (৯মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডে কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ভাঙ্গা মুখি প্রচেস্টা পরিবহনের বাস (ঢাকা মেট্টো ব-১৪-৬৯৯৫) এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনীর কাছাকাছি পৌছলে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন বাসের সর্বত্র ছড়িয়ে পরে। শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাসের যাত্রী স্বপন মিয়া (৪৫) জানান, ইঞ্জিন কভারে ধোয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বললেও সে কোন গ্রাহ্য করেনি। পরে মুহুর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। তার মতো অনেক যাত্রীই জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: