
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রায় ৭০০ বছরের পুরোনো একটি দিঘির পাড় থেকে পাঁচ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কদলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। নিয়ম না মেনে প্রায় এক সপ্তাহ ধরে খাস জমি থেকে এসব গাছ কেটে নেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
চট্টগ্রামের রাউজান উপজেলা সদরের জলিলনগর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় ৪০ একরের এই দিঘি। লস্কর উজির দিঘি নামে পরিচিত এ জলাশয়টি সব সময় মুখর থাকে পাখির কিচিরমিচিরে। গাছগাছালিতে ঘেরা এই দিঘিতে প্রতিবছর শীত মৌসুমে ভিড় করে অসংখ্য পরিযায়ী পাখি। এসব পাখি দেখতে দেশের নানা স্থান থেকে ভিড় করেন পর্যটকেরা।
জানতে চাইলে রাউজান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান ও স্থানীয় ইউপির সদস্য আবসার মুরাদ বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে গাছ কাটার বিষয়টি তাঁরা তদারকি করছেন। স্থানীয় জনগণের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কাটা হচ্ছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, দিঘির পাড়ের গাছগুলোর মালিক সরকার। গাছ কাটার বিষয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: