
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও ও সাবেক এমপি (প্রাদেশিক পরিষদ সদস্য ১৯৭০) ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ চৌধুরী বাড়িতে ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভায় ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি ও জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ।
ঝিকুট ফাউন্ডেশন এর উপদেষ্টা কেএন ইসলাম বাবুলের পরিচালনায় স্মরণ সভায় আলোচনা পেশ করেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আ. রউফ চৌধুরীর সহধর্মিণী, লেখক সামসুল হক, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ভাতিজা আরসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ভাগ্নী মুনমুন সালমা চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী প্রমুখ।
ঝিকুট ফাউন্ডেশনের সদস্য শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরী ছোট বোন উম্মে হানি চৌধুরী ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের আহ্বায়ক রাজু মোল্লা।
আপনার মূল্যবান মতামত দিন: