ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শান্তিপূর্ণ ভাবে টঙ্গীবাড়ীর পাচঁগাঁও ইউপি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন।

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২৩:০৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২৩:০৮

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত ।

এই ইউনিয়নে  এবার রেকর্ড ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ১০ জন ও পুরুষ ওয়ার্ডে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার বিপরিদে প্রায় ১২ হাজার ৪ শত ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৬৯১১ ও পুরুষ ৬৪৮৭ জন। রির্টানিং অফিসার এম কে আহম্মেদ বলেন, ব্যাপক নিরপত্তার মধ্যেদিয়ে সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯ টি ভোটকেন্দ্রে প্রায় ১২ হাজার ৪ শ ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন: