ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে গোপন বৈঠক থেকে জামায়াতের দুই কর্মী গ্রেফতার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ০০:৩৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ০০:৩৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপন বৈঠককালে বিতর্কিত বই, লিফলেট, সদস্য সংগ্রহের বইসহ জামায়াতে ইসলামীর ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ১৩মার্চ) সন্ধ্যায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের  চিত্রকোট স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে ফাকা বাগানের ভিতর গোপন মিটিং করার সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের মৃত শাজাহান মিয়া’র ছেলে ,মো. ইলিয়াছ মিয়া (৪৭) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের ইদ্রিস তালুকদারের ছেলে ওমর ফারুক (৩৮)।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, নিষিদ্ধ সংগঠন “জামায়াত ইসলামী বাংলাদেশ” এর কতিপয় নেতা কর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে গণতন্ত্রমনা জনসাধারণের ক্ষতিসাধনের লক্ষ্যে ও নাশকতা সৃষ্টির জন্য নিজেদের সংঘটিত করার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় জামায়াতে ইসলামের দুই কর্মীকে গ্রেফতার কর হয়। এসময় তাদের হেফাজতে থাকা জামায়াতে ইসলামী ১২টি বিতর্কিত বই, ৩২ পিছ লিফলেট ও ৩২ পৃষ্ঠা বিশিষ্ট ১টি সদস্য সংগ্রহের বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: