ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জে আরজু মণি সেরনিয়াবাতের জন্মদিনে দোয়া মাহফিল

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৫:৩৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৫:৩৮

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মীনি ও বর্তমান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাতা শহীদ আরজু মনি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫মার্চ) মুন্সিগঞ্জ থানা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান সুমন। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা মো. আসাদুজ্জামান সুমন বলেন, শহীদ আরজু মনি সেরনিয়াবাত ছিলেন একজন মহীয়সি নারী। তিনি সব সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যোগাতেন। ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সাথে তিনিও ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে তাহার রুহের মাগফিরাত কামনা করছি।

 



আপনার মূল্যবান মতামত দিন: