ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তানোরে এক সন্তানের জননীকে নিয়ে উধাও যুবলীগ নেতা অনিল

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ০৩:৫০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ০৩:৫০

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে প্রেমের টানে স্বামী সংসার ছেড়ে অজানার উদ্দেশ্যে বেধর্মী এক যুবকের হাত ধরে পালিয়ে গেছেন এক প্রেমিকা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,তানোর পৌর এলাকার কালিগঞ্জ কর্মকার পাড়ার মৃত কালীপদ'র পুত্র তানোর পৌর যুবলীগের সহ-সভাপতি অনীল কর্মকার (৩৬) এর সঙ্গে ১ সন্তানের জননী তানোর কুঠিপাড়া গ্রামের আঃ রাজ্জাকের কন্যা টুম্পা (২৬)।গত ৮ মার্চ অজানার উদ্দেশ্য পাড়ি জমায় তারা।

ইতিমধ্যে বিভিন্ন সূত্র জানা গেছে টুম্পা মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্মান্ত্ররিত হয়েছেন। ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে অনীল কর্মকারের ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: