
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আজ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র ১০৩ জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও শেষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহামিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, ওসি একেএম মিজানুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: