ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৭ ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৭ ১৯:৪৭

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে এ বছর তাকে বিশেষ এই সম্মাননা দেয়া হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে গুণিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের উপর আলোচনা ও সম্মাননা প্রদানের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে সুর চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান গোলাম কাদের।  

সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, কথাসাহিত্য ও গবেষণা, মুক্তিযুদ্ধ, ব্যাংকিং ও বাণিজ্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল প্রতিবছর গুণিদের সম্মাননা প্রদান করে।

আরিফুর রহমান দোলন কর্মজীবনে চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, রাজনীতি, অপরাধ, মুক্তিযুদ্ধবিষয়ক রিপোর্টিংয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রেষ্ঠ রিপোর্টিং পুরস্কার, সুপেয় ইনভায়রনমেন্টাল এওয়ার্ডসহ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। 

 



আপনার মূল্যবান মতামত দিন: